এই দিনে সাইয়্যেদুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এর আহলে বাইতের প্রতি পানি বন্ধ করে দেওয়া হয়
কেননা ইবনে জিয়াদের চিঠির সারমর্ম এরূপ ছিল যে এক ফোঁটা পানিও যেন আহলে বাইতের নিকট পৌঁছাতে দেওয়া না হয়
৭ই মহররম
এই দিনে সাইয়্যেদুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এর আহলে বাইতের প্রতি পানি বন্ধ করে দেওয়া হয়...
কেননা ইবনে জিয়াদের চিঠির সারমর্ম এরূপ ছিল যে এক ফোঁটা পানিও যেন আহলে বাইতের নিকট পৌঁছাতে দেওয়া না হয়...
চার হাজার ধনুকধারীসহ (তীরান্দায) ফুরাত নদী ঘেরাও করে রাখে যাতে করে কেউ একফোঁটা পানিও নবীর দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তাঁর আহলে বাইতের নিকট পৌঁছাতে না পারে...
তথ্যসূত্র: আল-ওয়াকায়ে ওয়াল হাওয়াদেস, খন্ড-১৫৩, পৃষ্ঠা-১৫৩, ফেইযুল আল্লাম, পৃষ্ঠা-১৪৬
৭ই মহররম
মহররমের সপ্তম রাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম উমর সা'দের সাথে দেখা করেন ও কথা বলেন।
খুলি ইবনে ইয়াজিদ আসবাহি (মালউন) ইবনে জিয়াদের কাছে এই সাক্ষাতের কথা পৌঁছে দেয়...
অতঃপর ইবনে যিয়াদ উমরে সা'দের কাছে চিঠি লেখে এবং ইমামের সাথে এ ধরনের সাক্ষাৎ করতে নিষেধ করে ও ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীদের প্রতি পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়...
তথ্যসূত্র: কালামাতে ইমামুল হুসাইন আলাইহিস সালাম, পৃষ্ঠা-৩৮৭ ও...
৮ই মহররম
"হুসাইনি তাঁবু গুলিতে পানির দুষ্প্রাপ্য"
এই দিন থেকে সাইয়্যেদুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এর তাঁবু গুলিতে পানির দুষ্প্রাপ্য দেখা দেয়।
সূত্র: লোহুফ, পৃষ্ঠা-১৪৫
Your Comment